সুইসাইড নোট
একটি ডায়েরি , জীবন্মৃত্যুর এক চাকা
অলীকত্বে প্রাণের স্পন্দনে বেঁচে থাকা।
নিয়ন্ত্রিত জীবনের অনিয়ন্ত্রিত উষ্ণতা!
অতৃপ্তি অপ্রাপ্তির যন্ত্রণায় হৃদ শূন্যতা।
বক্র বিপথে প্রবাহিত নয়নের জলধারা
পদচিহ্নও নোনা মাটির গন্ধে সর্বহারা!
ভুল সিদ্ধান্ত, শুধু আঁধার, পড়ন্ত বেলা
সুইসাইড নোট চিত্রায়নে জীবন খেলা।