শীতের ভোর
শিশির ভেজা রাত্রি শেষে
আসে যখন ভোর
শিউলি ছড়ানো উঠোন দেখে
চোখে লাগে ঘোর।
ইচ্ছেরা সব জেগে উঠে
মেলে রঙিন পাখা
স্বপ্নরা সব ছুটে চলে
যায়না ধরে রাখা।
দুঃখ ভোলার মন্ত্র গাঁথা
কাঁচা ফুলের ঘ্রাণে
মিষ্টি রোদের সকাল দেখে
সুর বাঁধি প্রাণে।