বৃষ্টি বিলাসী
বৃষ্টি তুমি এসো সুদূর হতে
আমাকে তোমার আপন করে নিতে
আমি শুনতে চাই না আর ঘরে ফেরার গান
শুনতে চাই তোমার ঝিরি ঝিরি ছন্দের গান।
বৃষ্টি তোমাতে আমি করব অবগাহন
তুমি যে আমার আষাঢ়- শ্রাবণ
বৃষ্টি তুমি প্রকৃতিকে দেও নতুন জীবন
তোমাতে খুঁজে পাই আমার এ মন।
বৃষ্টি জড়িয়ে আছো এ হৃদয় জুড়ে তুমি
তুমি ছাড়া এ হৃদয় শূন্য- মরুভূমি
বৃষ্টি তোমার জল বিন্দু বিন্দু
তোমায় নিয়ে গড়বো আমি বিশাল এক বিষাদ- সিন্ধু।
বৃষ্টি তোমার ঝিরি ঝিরি ছন্দ
আমার মনে এক আকাশ আনন্দ
বৃষ্টি তোমাতে খুঁজে পাই আমার নতুন জীবনের গল্প
তুমি যে আমার চিরকালের সঙ্গ।
বৃষ্টি তুমি আমার চিরায়ত শৈশব স্মৃতি
মনঃকষ্ট দূর করার সাথি
তুমি আমার শ্রাবণের নতুন গানের কলি
তাই ত আমি তোমার বিলাসী
বৃষ্টি বিলাসী।