তাল কুড়াতে

গাঁয়ের সকল ছেলে-মেয়ে
তামাম ভাদ্রজুড়ে,
পাঁকা পাঁকা তাল কুড়াতে
সারা গেরাম ঘুরে।
পুকুর পাড়ে তালের গাছের
তাল যে বড় বড়,
তাইতো সবার আগে খোকায়
সে তাল করে জড়।
মিষ্টি স্বাদের পাঁকা তাল ভাই
খোকা নিয়ে বাড়ি,
উঠোনের এক কোনে রাখে
সাজায় সারি সারি।
আটি খাবে তার শ্বাস খাবে
খাবে তালের ঘাটি,
হরেক রকম তালের পিঠা
খাবে বসে পাটি।
অনন্যা/এসএএস