নববর্ষের শুভেচ্ছা
মোদের মাঝে উঠুক হেসে
নতুন সূর্য খানি
মুছে দিয়ে ধরার বুকের
পুরনো সব গ্লানি।
নতুন বছর নতুন আলো
নতুন নতুন আশা
ছড়িয়ে যাক সবার মাঝে
অপার ভালবাসা।
অসুখ বিসুখ মহামারি
এসব করে তাড়া
শান্তি সুখে ভরে উঠুক
মোদের বসুন্ধরা।