রৌদ্র-ছায়ার কোলাকুলি
সাইবেরিয়ার শীতাতুর-এ মনে অনেক পণ
সূর্যের আলোক ধরে দেশান্তরে ডানা উড্ডয়ন
পূর্বাশা-পারে অনেক আকাশ দু'হাত বাড়ায়
অনেক সুনীল ফেনীল সাগর বুকে টেনে নেয়।
বাঁচার সুবাতাস মমতা মাখে জীবনের গায়ে,
স্বপ্ন নাচে প্রাণখুলে পোড়া কলিজার কালো ঘা'য়ে।
স্বপ্নের মেলায় সারাবেলা শিশুর মতন ছুটি,
খরায়-জরায় এ বসুন্ধরায় করি লুটোপুটি।
ফণীর ফণার শোভা নেড়েচেড়ে সুখ-খেলা খেলি,
দীপশিখার বাহার ছুঁয়ে আনন্দে দু'চোখ মেলি ।
স্বপ্ন সাজাতে হাভাতে আমি বারবার মরে গেছি,
স্বপ্নের টানে এ সুন্দর ভুবনে আজো বেঁচে আছি।
মনের আকাশ আষাঢ় নামায় ঝুপ ঝুপ করে,
বিল-পল্বল, তটিনী ছাপিয়ে বেনোজল সাগরে।
ভাটার টানে হারাই জানি না কোথায় কোনখানে,
দিশে পাই সবুজ-সকালে নরম-রোদের গানে।
মাঝে মাঝে গান গায় মাঝে মাঝে চুপচাপ পাখি,
মাঝে মাঝে ফুল ফোটে মাঝে মাঝে জলভরা আঁখি।
আলো-কালো পাশাপাশি চলে প্রকৃতি-সুখের বানে,
'রৌদ্র-ছায়ার কোলাকুলি' জানায় জীবনের মানে।