Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোধের উঠোন

বোধের উঠোনে ক্ষুধার্ত কবিতা-
চাটুকারিতা নিলামে তুলছে সব ছন্দ,
তোষামোদি শব্দগুলো করছে রাজত্ব,
হাতের তালুর রেখা ঘর্ষণে অস্পষ্ট।

কবির কবিতা অনিচ্ছায় নির্বাসনে-
সামাজিক দায়বদ্ধতা থেকে দূরে বহুদূরে,
অনিষ্টের কবলে ঘনিষ্ঠ হয়েছে আঁধার,
চুরি গেছে পঙক্তিমালা নির্লজ্জ কলমে।

কথিত সভ্যতা অসভ্যের দখলে,
অনুপস্থিত বর্ণমালার সদ্ব্যবহার।
হে গুণীজন শক্ত হাতে ধর হাল-
নইলে আসবে সংস্কৃতির আকাল।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ