Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজল টিপের মেয়ে

আকাশসম হৃদয় দিলাম এই যে তুমি নাও
নীলাভ শাড়ির আঁচল ছায়ায় আমায় ঢেকে দাও।
মুচকি হাসির মায়ায় তোমার অধর হল চাঁদ
চাঁদ জোনাকে রূপার শেকল মনের বেড়িবাঁধ। 

 

একটু খানি দাঁড়াও দেখি; নাও যে হাতের ফুল
গুঁজে রাখো মাথায় তোমার ঘনকালো চুল।
আর হেসো না অমন করে পড়বে গালে টোল
কপোল তিলক ভাসে যখন খায় যে হৃদয় দোল।

 

নূপুর পায়ে রিনিঝিনি হাঁটলে বাজে সুর
চলো দুজন নদী হয়ে ভাসি সমুদ্দুর। 
যে মোহনায় তোমার আমার হবে গিয়ে মিল
সেখান থেকে আসব উড়ে হবো দুই গাঙচিল।

 

কাজল টিপের মেয়ে তুমি সোনার বরণ গা
মেঠো পথের ধূলোয় মলিন আলতা রাঙা পা।
পা ধুয়ে নাও শিশির জলে মুগ্ধ হয়ে চাই
অন্য একদিন আসব আবার এখন তবে যাই।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ