Skip to content

বিজয়ের হাসি

বিজয়ের হাসি

বিজয় সুখে হাসছে দেখ
সবুজ বনের পাখি,
বিজয় সুখে হাসছে দেখ
মিষ্টি ছেলে রাফি।

বিজয় সুখে হাসছে দেখ
ফুলের বনে কেয়া,
বিজয় সুখে হাসছে দেখ
মিষ্টি মেয়ে খেয়া।

বিজয় সুখে হাসছে দেখ
সাদা রঙের আকাশ,
বিজয় সুখে বইছে দেখ
শান্তির শীতল বাতাস।