‘এ দেশে প্রতিবাদ করাই অন্যায়’

বর্তমান প্রজন্মের বাচ্চাদের উপর সবথেকে বড় একটি অভিযোগ তারা বড্ড বেশি ঘরমুখো। এক যুগ আগেও বাচ্চাদের খেলার জায়গা ছিলো মাঠ আর বর্তমান সময়ে কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাব। বিজ্ঞজনেরা শিশুদের গায়ে দোষ চাপিয়ে দেয়, কেন তারা ঘরমুখো। কিন্তু প্রশ্ন হচ্ছে শিশুদের খেলার মাঠ কোথায়, শিশুরা খেলবে কোথায়?