অনন্যার মুখোমুখি জাপানি নাগরিক এরিকো নাকানো

এরিকো নাকানো। একজন জাপানি নাগরিক। তার অন্য একটি অনন্য পরিচয় তিনি একজন মা। যে কিনা জাপান থেকে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন শুধুমাত্র তার সন্তানদের জন্য। দীর্ঘ দেড়বছর যাবৎ ভিনদেশে লড়ছেন সন্তানদের কাস্টডি নেওয়ার লড়াইয়ে। অবশেষে ঢাকার পারিবারিক আদালত দুই শিশুকে তাদের মা -অর্থাৎ জাপানি নাগরিক এরিকো নাকানোর হেফাজতে রাখার আদেশ দিয়েছেন। রায় পাওয়ার পর পাক্ষিক অনন্যার মুখোমুখি এরিকো নাকানো।