আলোর মিছিল
আমার যত আঁধার কাল
রং হয়ে যাক ভালবাসার আভায়,
বেদনার পাথরসব যাক সরে বহুদূর
যা আমাকে অবচেতনে কাঁদায়।
খুশির বনে উতল হাওয়ার
গা ভেঁজাবো বৃষ্টিতে,
মন নাচেরে ধিনাক ধিনাক
নতুন গানের সৃষ্টিতে।
আকাশ আমার বিশাল পাওয়া
নদী ছুটে কার পানে,
দিকবিদিকে খুশির জোয়ার
ভালবাসায় মন টানে।
ঝড়ের লাগাম ধরে দাঁড়ের
রুখব আজ দুহাতে,
আলোর মিছিল ঝরাবে দীপ্তি
কোন এক সুপ্রভাতে।