- পয়মন্ত শিকদার
আমার আমির ভিতর যে আমি তোমার প্রার্থনারত
তাকে আজকালকার সংবাদপত্রে খুব ডুব-সাঁতার খেলতে দেখি
হেসে থাকার কথাকার্টুনে ছায়ারাগের ঢেউ জোড়ালেই বুদবুদে এক্কাগাড়ির শব্দঋণ।
এত খাজনা জমেছে যে তোমাকে মনে করে
কী করে মেটাই বলো? এখানেই তো প্রেমিক আমি
নদীতে ভাসায় পাতাদের গুপ্তকথার রাত
আমার আর কোনো শব্দ নেই কবিতা লেখার
বেঁচে আছি তোমার ঋণ শোধের দায়ে...